কুতুবদিয়ায় বাক ও ব্রেইন প্রতিবন্ধী এক ব্যক্তির সন্ধানঃ ফটিকছড়িবাসীর দৃষ্টি গোচর ।-emtvbd.com - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday 2 July 2019

কুতুবদিয়ায় বাক ও ব্রেইন প্রতিবন্ধী এক ব্যক্তির সন্ধানঃ ফটিকছড়িবাসীর দৃষ্টি গোচর ।-emtvbd.com


মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া:>>>
সাগর কন্যা দ্বীপ কুতুবদিয়ায় বাক ও ব্রেইন  (বোবা ও পাগর) প্রতিবন্ধী এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী কামাল জানান- বাক ও ব্রেইন প্রতিবন্ধী এক ব্যক্তিকে অর্ধমাসের পূর্বে কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবার থেকে দরবার রাস্তার মাথা পর্যন্ত নিরবে বেশ ঘুরাফেরা করতে লক্ষ করা যায়।
রাত্রকালীন আমার দোকনের বারান্দায় অর্থ্যাৎ কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের পশ্চিম পাশে ঘুমায় এবং বেশিরভাগ সময়ে বসে থাকেন। তাকে প্রতিনিয়ত দেখে তার খোজখবর নিতে চাইলে সে বাক ও ব্রেইন প্রতিবন্ধী হওয়ায় পরিচয় পাওয়া যাচ্ছেনা। তবে কুতুব শরীফ দরবারে আসা এক পথচারী পাগল লোকটি ফটিকছড়ির বলে জানান। পথচারীর ব্যক্তির কোন মোবাইল নম্বর বা পরিচয় নেওয়া সম্ভব হয়নি। কামাল সওদাগর ও বাড়ির সদস্যরা বাক ও ব্রেইন প্রতিবন্ধী (বোবা ও পাগল) ব্যক্তিটির নিয়মিত সেবা করে যাচ্ছেন। 
কুতুব শরীফ দরবার পরিচালক আলহাজ্ব শাহজাদা শেখ ফরিদ  জানান- একজন পরিচয়হীন পাগল লোকের সন্ধান পাওয়া যায়।
পাগল লোকটির কোন আত্মীয় স্বজন থাকলে কুতুব শরীফ দরবার অফিসে  যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
যোগাযোগ:  কামাল- ০১৮৩৮২৯৮২৮২, দরবার- ০১৭১৩৬৩১২৭৯।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages