রাস্তায় গাড়ি পার্কিং যানজট মুক্ত চায় নগর বাসী। একুশে মিডিয়া - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday 1 July 2019

রাস্তায় গাড়ি পার্কিং যানজট মুক্ত চায় নগর বাসী। একুশে মিডিয়া


আল আমিন মুন্সী:>>>
নগরীর ব্যস্ততম জনজীবন যেন রাস্তার যানজটে আটকে যায়। সাধারণত রাজধানী ঢাকায় যানজট যেন জীবনের এক মহা ভোগান্তির অধ্যায়।
মূলত রাজধানীর এই যানজটের পিছনে অন্যতম প্রধান কারণ হলো রাস্তার উপরে গাড়ি পার্কিং। বিশেষ করে দামী দামী শপিং মল, ব্যাঙের ছাতার মত স্কুল ও রেস্তারাগুলো রাস্তার উপর গাড়ি পার্কিং করে রাখে যা রাস্তার ফুটপাতসহ রাস্তার যানজটের ভোগান্তি বাড়ায়।
বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড থেকে ধানমন্ডি রাইফেলস স্কয়ার পর্যন্ত রাস্তায় যেন জনজীবন যানজটে আটকে থাকে। দিনের বেলায় এই রাস্তাগুলোর উপর গাড়ি পার্কিং করতে দেখা যায়। তা আবার দুই লাইনের পার্কিং ব্যবস্থা।
এমন চিত্র একাডেমিয়া নামক একটি প্রতিষ্ঠানের সামনে দেখা যায়। এই এলাকায় তাদের প্রতিষ্ঠানের সামনে দুই সারিবদ্ধ গাড়ি পার্কিং খুবই লক্ষনীয়। যা রাস্তায় অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী এবং অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পৌঁছাতে ব্যাঘাত ঘটায়।
জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, তারা প্রতিদিন এই রাস্তা আটকিয়ে (দুই) লাইন বিশিষ্ট পার্কিং করে রাখে। যা সাধারণ জনগণের যানজটে আটকে জনজীবনে ভোগান্তি বাড়িয়ে দেয়। তাই আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি যেন আমরা অন্তত এই রাস্তাগুলো প্রশাসনের হস্তক্ষেপে যানজট মুক্ত পাই।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages